চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামের মৃত আব্দুল জাহিরের পুত্র জালাল মিয়া নিরীহ কৃষকের একশত লেবু গাছ কর্তন করে দিয়েছে একদল দুর্বৃত্তরা।
জানা যায়, ঘটনাটি ঘটে সোমবার সকাল ৭টার দিকে হিমালিয়া এলাকা নামক স্থানে।
জালাল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪/৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
নিরীহ কৃষক জালাল মিয়া জানায় উপজেলার হিমালিয়া গ্রামের মৃত আব্দুল জাহিরের পুত্র আবুল কালাম (৫০), আব্দুল করিম (৩৫), ইছাক মিয়া (৫৫), মৃত আব্দুর রশিদের পুত্র নূর মিয়া (৫২)সহ একদল দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে একশত লেবু গাছ কর্তন করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের লেবু বাগানের গাছ কর্তন করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার এএসআই সাজিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল কালাম (৫০) কে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। অন্যান্য আসামীরা পালিয়ে রয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবৎ জালাল মিয়ার সাথে আবুল কালামের লেবু বাগান নিয়ে বিরোধ চলে আসছিল।