নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি, নৃত্বান্তিক গোষ্ঠীর স্কুল ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, উপকার ভোগীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ দিবস উপলক্ষে ৮ আগষ্ট দুপুরে উপজেলা প্রশাসনেের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার (ভুমি)খৃষ্টফার হিমেল রিছিল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিটু প্রমুখ।
অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৬ জন নৃত্বান্তিক গোষ্ঠীর স্কুল ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
এছাড়া একই দপ্তরে উদ্যোগে এ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায়, হতদরিদ্র ৩ জন মহিলার মাঝে বিকাশ একাউন্টের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।