এম এস জিলানী আখন্জী,চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ফেইসবুকে আলোচিত ক্যান্সার আক্রান্ত হাফেজ শামীম আহম্মদ আর নেই। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডলস্থ নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না —- রাজিউন) তার বয়স হয়েছিল ২২ বছর। তিনি দুরারোগ্য রেকটাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বিগত জুন মাসে ফেইসবুক বন্ধু ফকির আমিন তার চিকিৎসা সহায়তা নিয়ে একটি স্ট্যাটাস দিলে সারা বিশ্বে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। ৩ মাসে তার চিকিৎসা তহবিলে বিপুল টাকা জমা করেন সারা বিশ্বের ফেইসবুক বন্ধু। চলতি বছরের ৩রা সেপ্টেম্বর শামীম ও তার বাবা আহম্মদাবাদ ইউপি সদস্য আইয়ুব আলীকে নিয়ে এ প্রতিনিধি ভারতের টাটা মেডিকেল সেন্টারে যান চিকিৎসার জন্য। সেখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা ২৩ দিন চিকিৎসা কাজ সমাপ্ত করে অসুস্থ শামীমকে ‘কেমো থেরাপি’ প্রয়োগের সীদ্ধান্ত দেন। ২৬ সেপ্টেম্বর শামীমকে পুনরায় দেশে এনে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে।
শনিবার শামীম অকালে মৃত্যুকে বরন করে নেন। রবিবার সকাল ১১ টায় আমুরোড ঈদগাহ ময়দানে তার বিশাল জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজার পুর্বে সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্টিত শোক সভায় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আঃ লতিব, গোগাউড়া মাদ্রাসার সুপার মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলা উদ্দিন, উপজেলা ছাত্রসেনা সভাপিত হাফিজ তালুকদার প্রমুখ বক্তৃতা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।