সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটের ৩ নং দেওরগাছ ইউনিয়নের শেকড় সামাজিক সংগঠনের উপদেষ্টামণ্ডলীর কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শেকড় সামাজিক সংগঠনের নির্বাহী কমিটির বিজ্ঞ উপদেষ্টামণ্ডলীর অভিমতের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন, জামাল উদ্দীন চৌধুরী, আমিনুর রশীদ চৌধুরী (বরুন), সৈয়দ এ এস শামীম, ডাক্তার মকছুদ আলী, মোঃ আব্দুর রহীম, আইয়ূব আলী মাস্টার, শহিদুল ইসলাম, মোঃ ফারুক মিয়া, আব্দুল মুকিত, এড. মোঃ হারুনুর রশীদ সিয়াব, মোঃ মনিরুল ইসলাম মারুফ, এম আর রোমন ফরাজী, মোঃ লুৎফুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আক্কাস, মোঃ আঃ আওয়াল রনি, মোঃ বশির আহম্মেদ।
উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য এড. মোঃ হারুনুর রশীদ সিয়াব বলেন, একশত মূর্খ পুত্রের চেয়ে বরং একটি গুণী পুত্র শ্রেয়। একটি চন্দ্রই অন্ধকার দূর করতে পারে, যাহা লক্ষ কোটি তারা মিলেও তা পারে না। সকলে একত্রিত হয়ে সহযোগিতা, শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্বের বন্ধন ঠিক থাকলে বড় কিছুও সহজে করা সম্ভব, ইনশাআল্লাহ।
কামরুল শাকিম/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ