এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র
শেখ কামাল’র জন্মদিন উপলক্ষে সাখাওয়াত হোসেন সেতু’র নেতৃত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আজ ৫ আগষ্ট বুধবার বাদ যোহর বৃন্দাবন সরকারি কলেজ মসজিদে বৃন্দাবন কলেজ ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেতু উপস্থিত ছিলেন।
জানা যায়, আজকের এই দিনে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র
শেখ কামাল’র জন্ম হয়।তাই এই দিনে উনাকে স্বরন করে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রলীগ। স্থানীয় ইমাম এর উপস্থিতিতে কোরআন তেলওয়াত শেষে দোয়া ও মাহফিল করা হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন ফরিদ সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, সুজন হাওলাদার যুগ্ম আহ্বায়ক, আফিল উদ্দিন নৌশান যুগ্ম আহ্বায়ক,মো: রাজিক আহমেদ,সভাপতি – নাজিম উদ্দিন হল, শেখ সোহাগ, জেলা ছাত্রলীগ নেতা সানি আহমেদ খান,মহিত চৌ: আবু বকর সানি, ইমরান, রাজন, রুবেল, ইফতি,লিমন প্রমুখ।
মায়া/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ