বানিয়াচং প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নৌকাডুবে দোলহেনা আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার ভাই ও ভাতিজা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রহমতপুর পাঁচকড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। দোলহেনা হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে।
নিখোঁজরা হলেন- দোলহেনার ভাই আলী নূর (৩৮) ও আলী নূরের ছেলে খোকন মিয়া (৭)। এদের উদ্ধারে অভিযান চলছে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম মিয়া জানান যাত্রীবাহী একটি নৌকা শিবপাশা থেকে শাহজালালপুর বাজারের দিকে যাচ্ছিল। দুপুরে পাঁচকড়ি হাওরে পৌঁছালে নৌকাটি ডুবে যায়।
তিনি আরো জানান, দোলহেনা ও আলী নূর নিজ বাড়ি থেকে মুরাদপুর ইউনিয়নে তাদের নানাবাড়ি যাচ্ছিলেন। সঙ্গে ছিল ৭ বছরের শিশু খোকন। নৌকাডুবির পর দোলহেনাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি বাকি দু’জনের। তাদের উদ্ধারে অভিযান চলছে।
কামরুজ্জামান আল রিয়াদ/দৈনিক শায়েস্তাগঞ্জ