মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : ঢাকা সিটি নির্বাচনের দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে মাঠে নামলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা। শনিবার বিকেলে তিনি ঢাকা সিটির দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
জানা গেছে, আসন্ন ঢাকা সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে দলের শীর্ষস্থানীয় নেতারা এখনও মাঠ চুষে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড ওয়ার্ড ভোটাদের কাছে মির্জা আব্বাস প্রতিক সম্মলতি লিফলেট বিতরণ করছেন তারা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনাও এখন দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাজধানীর দক্ষিণের ওলি-গলি ঘুরে বেড়াচ্ছেন। রবিবার বিকেলে লুনা নির্বাচনে প্রচারে বের হয়েছেন বলে সূত্র জানায়।
প্রসঙ্গত, নিখোঁজ স্বামী ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেট-২ আসন (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) গত উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ-বালাগঞ্জ উপজেলায় দলীয় প্রার্থী ঠিক করেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা। তবে বিশ্বনাথে দলীয় প্রার্থীর পক্ষে তিনি মাঠে না নামলেও বালাগঞ্জে দলীয় সমর্থিত প্রাথীর পক্ষে ভোট চান। এ নির্বাচনে বিশ্বনাথ-বালাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের প্রার্থীদের পরাজিত করে লুনার সমর্থিত প্রার্থীরা বিজয় হন। ফলে লুনা এলাকায় নতুন করে চমক সৃষ্টি করেন।
এব্যাপারে তাহসিনা রুশদী লুনার কাছে জানতে চাইলে তিনি বলেন, মির্জা আব্বাস ভাইয়ের সাথে আমার স্বামীর ( নিখোঁজ ইলিয়াস আলী) ভাল সর্ম্পক ছিল। তাই তার পক্ষে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছি। আশা করি আমাদের প্রার্থী বিজয়ী হবেন।