সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪০) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার প্রকৌশলী।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুলাউড়া থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি নিহত হন।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পরে বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কিন্তু বাসচালক পলাতক রয়েছেন।