প্রেস নিউজ : হবিগঞ্জের বাহুবলে র্যবের হাতে রশিদপুর চা-বাগান ফ্যাক্টরীর সহকারী ম্যানেজারের বাংলোর উপর থেকে সাড়ে আটচল্লিশ কেজি গাঁজা, বহনকারী প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে র্যাব।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১টায় র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত সাড়ে আটচল্লিশ কেজি গাঁজা প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৩-৫৭১০) বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাংগুয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে আল আমিন (২৪)কে আটক করে।
যাদের আনুমানিক মূল্য চার লক্ষ পঁচাশি হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত মাদক, প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।