দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকেঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের দরিদ্রদের মাঝে সামাজিক সংগঠন স্বপ্ন ছোয়া’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী তেল, পিয়াজ, নুডলস, সেমাই, চিনি, দুধ, ময়দা বিতরণ করা হয়।
বুধবার(২৯জুলাই) দুপুরে স্বপ্ন ছোয়ার সভাপতি মোহাম্মদ অলি আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন সহ স্থানীয় মুরব্বি ও সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণে বক্তৃতাকালে এমপি আব্দুল মজিদ খান বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি বিত্তশালীসহ সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।
ডিএইচ/কেএআর/দৈনিক শায়েস্তাগঞ্জ