বানিয়াচং সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে একাধিক ডাকাতি মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
মঙ্গলবার ২১জুলাই বিকাল ৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিমের দিক নির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামীকে গ্রেফতার করেন বানিয়াচং থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়-উপজেলা সদরের সাগর দিঘীর পশ্চিমপাড়ের নজরুল ইসলামের পুত্র হৃদয় মিয়া(২০)কে এবং ৮নং খাগাউড়া গ্রামের উজিরপুরের আলতাব হোসেনের পুত্র মাহবুবুর রহমান কুটি মিয়া(৩৫)কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।এবং ওই আসামীদেে গ্রেফতার করতে অভিযানে অংশ নেন বানিয়াচং থানার সাহসী অফিসার- এসআই(নিঃ) শিমুল রায়, এসআই(নিঃ) মোঃ আব্দুস ছত্তার, এএসআই(নিঃ) সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
এব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমনান হোসেন বলেন -এদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।অপরাধীদের ছাড় দেয়া হবে না।
ডি এইচ /দৈনিক শায়েস্তাগঞ্জ /এস এইচ