নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে অবৈধ ডেজার মেশিনদ্বারা বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন মৌজাস্থ নিপু রাবার বাগানে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিগ্ধা তালুকদার এর নেতৃত্বাধিন মোবাইল কোর্ট উপজেলার পুটিজুরী ইউনিয়নের নিপু রাবার বাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতরে অবৈধ ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় উপজেলার আব্দানারায়ন গ্রামের কমর উদ্দিনের পুত্র রেজাউল করিম তালুকদার (২৫) কে আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে মোবাইল কোর্ট রেজাউল করিম তালুকদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন। এ সময় মোবাইল কোর্ট ডেজার মেশিন ও মেশিনের অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধা তালুকদার সত্যতা স্বীকার করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ সময় দন্ডিত ব্যক্তি আর কখনও অবৈধ বালু ও মাটি উত্তোলন করবেন না বলে মুছলেকা প্রদান করেন। তিনি আরো বলেন, অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।