নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের হরিপুর গ্রামে সোমবার সন্ধ্যা ৬ টায় তুলাই বিবি নামের এক মহিলা নিজ ঘরে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, পৌর এলাকার উল্লেখিত গ্রামের ছালেক মিয়ার স্ত্রী তুলাই বিবি (৪০) সন্ধ্যায় তার নিজ ঘরের তীরের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
গ্রামবাসী সূত্রে জানাযায়, ওই মহিলা মানষিক ভারসাম্যহীন ছিল। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস. আই. আমির হামজা একদল পুলিশ নিয়ে হরিপুর গ্রামে যান এবং তুলাই বিবির লাশ থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।
এ এইচ এম/দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/এস এইচ