কাজী মাহমুদুল হক সুজনঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বিকালে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক না পরায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় সাতটি মামলায় মোট ৩৮০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই এলাকায় মাস্ক না পরায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় মোট ৪২০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার মোবাইল ফোনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /এস এইচ