স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি ঝিনাইদহের স্কুলছাত্র আকিদুলঅপহরনের ৯ দিন পরও উদ্ধার করা যায়নি আকিদুল (১৩) নামের এক স্কুল ছাত্রের। আকিদুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের মুনসুর আলীর ছেলে ও হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গত ১১ এপ্রিল ঢাকা থেকে সে অপহৃত হয়। জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে মহেশপুরের খালিশপুর বাজার থেকে ঢাকায় ফুফুবাড়ি যাবার উদ্দেশ্যে ইউনিক পরিবহনের একটি বাসে উঠে আকিদুল। এর পর তার আর খোজ মেলেনি। ১২ এপ্রিল ঢাকা থেকে ০১৯৫৯৭১৩৬২৫ নম্বার থেকে রনি নামের অজ্ঞাত এক ব্যক্তি আকিদুলের বাবার কাছে ফোন করে জানায় আকিদুল তার হেফাজতে রয়েছে। তাকে ফেরত পেতে ১ লাখ টাকা দিতে হবে। এর পর থেকে ঐ মোবাইল ফোন বন্ধ রয়েছে। আকিদুলের কোন খোঁজ নেই। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, ঘটনার পর ১৬ এপ্রিল আকিদুল এর বাবা মুনসুর আলী মহেশপুর থানায় একটি জিডি কলেছেন। তাকে উদ্ধার করতে পুলিশ কাজ করছে বলে ওসি জানান।