মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় দেড় কেজি গাঁজাসহ নূর উদ্দিন (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নূর উদ্দিন উপজেলার গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের নির্দেশে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালান। অভিযানে নূর উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার সহযোগী শাহাব উদ্দিন পালিয়ে যান। পরে পুলিশ নূর উদ্দিনের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে এসআই মো. শরীফ উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী শাহাব উদ্দিন পালিয়েছে। এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার নূর উদ্দিনকে আদালতে নেওয়া হবে। পলাতক আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।