নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকার পুরানগাঁও গ্রামের দক্ষিণ হাটি জুয়েল মিয়া নামে দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। জুয়েল মিয়া পুরানগাঁও গ্রামের কৃষক সুহেল মিয়ার একমাত্র সন্তান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল মিয়া শনিবার সকালে বাড়ির সামনে উঠোনে খেলাধূলা করছিল। এক পর্যায়ে সে পরিবারের লোকজনের অগোচরে চলে যায়। হঠাৎ করে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারপাশে খুঁজতে থাকেন।
পরে পাশের বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। জুয়েল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।