দিলোয়ার হোসাইন,বানিয়াচং সংবাদদাতা : পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে।
এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে ও বানিয়াচং থানার এসআই শিমুল রায়ের সঞ্চালনায় সভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন তদন্ত ওসি প্রজিত কুমার দাস। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
দৈনিক শায়েস্তাগঞ্জ /১৬ জুলাই ২০২০/এস এইচ