বানিয়াচং সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন গ্রামের নীচু ঘরবাড়ি, গ্রামীন সড়ক, মাছের ঘের,বোনা আমন,আমনের বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে।
প্রতিনিয়তই কালনী কুশিয়ারা নদীর পানি বিভিন্ন বাধ উপচে প্রবেশ করছে।
বুধবার (১৫ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারনে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সদরের আমীরখানি, বিজয়নগর, কুতুবখানি, চৈড়েপাড়, মিনাট, চানপাড়া, মজলিস পুর, সুন্দর পুর, ঘাগড়াকোনা, পূর্বগড়, বাগ-দিঘীর বন্দের বাড়ি সহ বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
সদরের ভিতরে কিছু নিচু রাস্তার কারণে পানি নিচে চলে যাওয়ায় এলাকার জনগণ ভেলা, নৌকা ও বাঁশের সাকো দিয়ে চলাচল করছেন।
জানা যায়, সারাদেশ ব্যাপী মৌসুমি বায়ূর প্রভাবে হালকা থেকে ভারি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দেশের অন্যান্য নদ-নদীর মত আজমিরীগঞ্জে কুশিয়ারা, কালনী, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে।
পানি বেড়ে যাওয়ায় কার্লভার্ট, ব্রীজ, নালা ও খালের মধ্যদিয়ে হাওরের অনাবাদী জমি ও মাঠে প্রবেশ করছে।
এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার পানিতে নতুন করে আরও গ্রাম জনপদ তলিয়ে গিয়ে জনদূর্ভোগ চরমে পৌছবে।
ডি এইচ / দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /১৬ জুলাই ২০২০/এস এইচ