এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জে সবার প্রিয় ও পরিচিত মুখ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক,জেলা ডেন্টাল ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরী এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আপনারা জানেন,করোনা প্রাদুর্ভাব দেশে আসার সাথে সাথে হবিগঞ্জ সদর আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এর নির্দেশনায়,রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উৎসাহ উদ্দেপনায়,যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে টীম গঠণ করে বিভিন্ন প্যাকেজে মানবিক কাজ করেছেন,সর্বশেষ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে গাছ লাগানি শেষ করা হয়।
দুঃখজনক আজ স্বাস্থ্য বিভাগ থেকে ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
এ বিষয়ে ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরীর অনুসারীদের আকুল আবেদন ও সকলের নিকট দোয়া চেয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার মানবতার সেবায় আমাদের মাঝে যোগ দিতে পারেন।
আপনারা সবার উনার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরী এই করোনাভাইরাস ক্লান্তিতে শুরু থেকে নিজ পেশায় অটুট থেকে অনলাইন ভিত্তিক টেলি মেডিসিন সেবার পাশাপাশি মাঠ পর্যায়ে সেবা দিয়ে গেছেন।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /১৫ জুলাই ২০২০/এস এইচ