চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৬৫) মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোরে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই আশরাফুলের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। থানার ওসি (তদন্ত) ইকবাল আহমেদ জানান, মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই। মুখে দাড়ি ও মাথায় লম্বা চুল ছিল। ধারণা করা হচ্ছে সে মানষিক রোগী ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহটির কোন পরিচয় না পাওয়ায় পুলিশ পৌরসভার কাছে বেওয়ারিশ লাশ হিসেবে হস্তান্তর করেছে।