নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আবাহনী লিমিটেড কতৃক যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জ ওয়েলফ্যায়ার ডেভলাপম্যান্ট ট্রাষ্ট লুটন এর আহবায়ক মিনাল আহমদ চৌধুরীকে গত শুক্রবার রাতে এক সম্মাননা স্বারক প্রদান করা উক্ত সম্মাননা স্বারক প্রদান অনুষ্টানে আহমদ জাকারিয়া চৌধুরী‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, বাজার ব্যাবসায়ীর সাবেক সভাপতি বাবুল রায়, থানা বিএনপি‘র সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, সৈয়দ শাহজাহান, দিনারপুর স্কুলের অধ্যক্ষ তনুজ রায়, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষন কেন্দ্রের প্রতিষ্টাতা সাইফুর রহমান খাঁন, বাবলু চৌধুরী, ছাত্রলীগ নেতা দেবুল ভট্টাচার্য্য, রাজু আহমেদ, গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, রনি চৌধুরী, রিপন আহমদ, সোহাগ চৌধুরী, তারেক খানঁ, মুন্না আহমদ, জামি আহমদ, হৃদয় হোসেন, আল-আমিন, জাকির হোসেন, রাফু আহমেদ, মাহিদ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা শান্তি পাড়ার উন্নয়নের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।