চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলায় মিরাশী ইউনিয়নের আইতন বটতল নামক স্থান থেকে চোরাই সেগুন কাঠসহ দুইজনকে আটক করেছে পুলিশ রবিবার দুপুর ২টার দিকে ।
আটককৃতরা হলেন- উপজেলার আইতন গ্রামের মৃত নূর হোসেনের পুত্র মোঃ আজাদ মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ কুটিরগাঁও গ্রামের মৃত আব্দুল কদ্দুছ মন্টুর পুত্র ট্রাক হেল্পার আলামিন (২১)।