ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১২ বাংলাদেশি।
শনিবার (১১ জুলাই) রাতে তারা দেশে ফেরেন।
কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতেই তারা বাড়ি ফেরেন। কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
বৈশ্বিক মহামারি করোনায় আটকে পড়েন এসব বাংলাদেশি। বিভিন্ন কাজে গিয়ে সৌদি আরবে গেলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশের সঙ্গে চীন ছাড়া সারা বিশ্বের প্লেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে তারা মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন। বাংলাদেশ ও সৌদি সরকারের উদ্যোগে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন এ ৪১২ বাংলাদেশি।