দিলোয়ার হোসাইন,বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি:‘শারীরিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক বন্ধন দৃঢ় করুন’- এই শ্লোগানকে সামনে রেখে মহামারী করোনা পরিস্থিতিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বানিয়াচং উপজেলা বিএনপির মাধ্যমে বেসিন স্থাপন, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় আদর্শবাজারে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এর সৌজন্যে বানিয়াচং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
পরবর্তীতে যুবদল নেতাদের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষকে আরও সচেতন করতে ও হাত ধুয়ার জন্য বাজারে ২ টি বেসিন স্থাপন করা হয়েছে। লিফলেটে করোনা থেকে বাঁচতে কি কি করনীয় এবং বেঁচে থাকতে কি কি করা প্রয়োজন তাহা উল্লেখিত রয়েছে এবং প্রয়োজনে চিকিৎসকদের সাথে যোগাযোগ করার নাম্বারও দেওয়া হয়েছে।
বেসিন স্থাপন উদ্বোধন করেন ও লিফলেট ও মাস্ক বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন, ডা. উমেদ লস্কর, যুবদল নেতা মিলন খান, এস এম হাবিবুর রহমান, আব্দুস সালাম, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম ও রেজাউর রহমান প্রমূখ।
ডি.এইচ/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ