বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এড়ালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সামসু উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটানায় গৌছ উদ্দিন (৩৫) নামে একজন আহত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামসু উদ্দিন উপজেলার এড়ালিয়া গ্রামের বাসিন্দা। আহত গৌছ উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার এড়ালিয়া গ্রামের সামসু উদ্দিনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে পাশের বাড়ির বুধই মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধ নিস্পত্তির লক্ষ্যে সকালে বুধই মিয়ার বাড়িতে এক সালিশ বৈঠক বসে। সালিশে বুধই মিয়ার লোকজন সামসু উদ্দিনকে গালিগালাজ করে।
এ সময় সামসু উদ্দিন সালিশ থেকে বের হয়ে তার বাড়ির উদ্দেশে রওয়ানা হন। এতে ক্ষিপ্ত হয়ে বুধই মিয়া, তার পক্ষ (বুধই’র) নিয়ে একই গ্রামের লিছু মিয়াসহ আরো কয়েকজন পথিমধ্যে সামসু উদ্দিনের উপর হামলা করে। এ সময় বড় ভাই সামসু উদ্দিনকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট ভাই গৌছ উদ্দিনের ওপরও হামলা হয়।
সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন হামলাকারীদের কবল থেকে সামসু উদ্দিন ও গৌছ উদ্দিনকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সামসু উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া চিকিৎসক আহত গৌছ উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।