চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে আমু চা বাগানের সাঁওতাল ল্যান্ড বাশ বাড়ি এলাকায় । এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জুইড়া গ্রামের বকুল মিয়া (৪৫) ও তার বড় ভাই চিমটিবিল খাসের ফজলু মিয়া (৪৮) এর মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ফজলু ও তার ছেলে ফয়সল মিয়ার কাশপাড়ায় গিয়ে কথা কাটাকাটি করে বকুল।এক পর্যায়ে বকুল তার ভাতিজা ফয়সল কে মারতে শুরু করলে তার বাবা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বকুল কে । পরে চা বাগানের শ্রমিকদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে বকুল মারা যায়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন, বকুলের বড় ভাই ফজলু মিয়া ও তার ভাতিজা ফয়সাল মিয়া।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন,তাদের আসল বাড়ি দেওরগাছ ইউনিয়নের জুইড়া গ্রামে।তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মারামারি, মামলা মোকাদ্দমা ও ২০ টির মত শালিস বিচার হয়েছে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /০৮ জুলাই ২০২০/এস এইচ