শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর পর ৭৯ রানের এক বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মূল নায়ক ছিলেন মুশফিক ও তামিম। তামিমের ১৩২ ও মুশফিকের ১০৬ রানের উপর ভর করেই ৩২৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এদিন ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার দেয়া হয় মুশফিকুর রহিমকে।
পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মুশফিক বলেন, পুরস্কার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। তবে এটি তামিম ইকবাল পেতে পারতেন। এটি আমার বিবাহের পর প্রথম সেঞ্চুরি। এজন্য পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি। এটি প্রেসার ম্যাচ ছিল। দল জেতায় আমি গর্বিত। বোলাররা তাদের কাজ ঠিকমত করেছে। বিশেষ করে তাসকিন ও আরাফাত সানি ভালো করেছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের হয়ে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন মুশফিকুর রহিম। দলের বিপর্যয়ের মুহূর্তে ভালো করেন তিনি। বিশ্বকাপেও তিনি ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আর তার প্রমাণ তিনি গতকালের ম্যাচেও দিয়েছেন।