বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
সোমবার (০৬ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে বানিয়াচং উপজেলার কুন্ডরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা, উমরপুর গ্রামের মৃত মলাক মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৪৮) এবং জাতুকর্ণপাড়ার শামছু মিয়ার পুত্র নানু মিয়া (৪৬)।
বানিয়াচং থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুন্ডুরপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকায় ১০/১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে নাজিম ও নানু মিয়াকে গ্রেফতার করে। আর বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি রামদা, ২টি লোহার শাবল ও ২টি টর্চলাইট উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০৭ জুলাই ২০২০/এস এইচ