নিজস্ব প্রতিবেদক : দুই সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে এ স্থান দিয়ে যান চলাচল করতে দেয়া হচ্ছে।সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য গত ৩ জুলাই থেকে মোট ৪ দিন যান চলাচল বন্ধ ছিল।
এই চার দিনে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত করা হয়।তিনি আরও জানানা, পূর্ব ঘোষণা অনুযায়ীই আজ সকাল ৬টা থেকে এ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /০৭ জুলাই ২০২০/এস এইচ