নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর (যাত্রাপাশা) গ্রামে বাড়ীর পাশে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রামিম মিয়া (৫) যাত্রাপাশা গ্রামের প্রবাসী লিটন মিয়ার ছেলে।
সোমবার (৬জুলাই) বিকাল ৪টায় উপজেলার ঘরদাইর (যাত্রাপাশা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে রামিম মিয়া খেলার জন্য ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের, বন্যার প্লাবিত হওয়া মাঠের পানিতে তার লাশ ভেসে ওঠে। পরে স্বজনরা নদী থেকে লাশ উদ্ধার করেন।
আজমিরীগঞ্জ থানার এস,আই ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।