আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে স্থানীয় পূবালী ব্যাংক শাখায় বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে ।বিদ্যুৎ বিল দিতে গিয়ে ভীড় করছেন গ্রাহকরা। এতে সামাজিক দূরত্বের স্বাস্থ্য বিধি লঙ্ঘিত হচ্ছে।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বিল নেওয়া হত আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে। যেন বকেয়া বেশি না হয় এজন্য জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিল নেয়া হয়েছে।
আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকায় পূবালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে ভীড় জমাচ্ছেন গ্রাহকরা। এতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নীতিমালা ভেঙ্গে পড়েছে।
এমতাবস্থায় করোনা সংক্রমণ নিয়ে সচেতন নাগরিকদের মনে আতংক বিরাজ করছে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০৫ জুলাই ২০২০/এস এইচ