চুনারুঘাট প্রতিনিধি :- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাস্থ ১নং গাজিপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কামরুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাসহ দেশব্যাপী নিহত জামায়াত-শিবির নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল গত ১৭/০৪/২০১৫ইং রোজ শুক্রবার বাদ আছর জারুলিয়া অস্তায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃনুরুল ইসলাম (সাজল) এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃছালেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শায়েস্তাগন্জ থানা জামায়াতের সেক্রেটারী মোঃখলিলুর রহমান, হবিগন্জ পৌর জামায়াত নেতা মোঃ সিরাজুল ইসলাম (কাজল) জামায়াত নেতা আঃ আলী শাহিন, জামায়াত নেতা মাওঃ আঃমতিন,মোঃফজলুর রহমান কাইয়ুম, মোঃমিজানুর রহমান, কবির মিয়া,শেখ ওয়াহিদ,আবদাল মিয়া,হুসাইন কবির,রহিম কাজল, কামাল হুসেন, আলামিন,মোঃ ইয়াকুত মিয়া,শাহজান,রাকিব মিয়া,সোহেল,কাইছার,জসিম,মুহিন,খালেক শাহিন,আঃরশিদ,ছালেক,মকছুদ,প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা আঃমতিন। এছারাও জামায়াত শিবিরের আরো অনেকে উপস্তিত ছিলেন।