বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেল ফসল সূর্যমুখী চাষ করে কৃষকরা সফল হলেও তেল ভাঙানোর মেশিন না থাকায় তারা দুর্ভোগ পোহাচেছন। প্রদর্শনী কৃষক কাউসার মিয়া জানান বাহুবল কৃষি বিভাগের তত্বাবধানে সূর্যমুখীর চাষ করে ভালো ফলন পেলেও আমাদের এলাকায় তেল ভাঙানোর মেশিন না থাকায় অনেক কষ্ট করে মাধবপুরের ছাতিয়ানী বাজারে বীজ নিয়ে তেল করে নিয়ে এসেছি।
সূর্যমুখীর তেল নানা গুণে ভরপুর। বাহুবলে তেল ফসল চাষীদের দুর্ভোগ লাগবে সরকারি পর্যায়ে বানিজ্যিক ভাবে একটি তেল ভাঙনোর মেশিন স্থাপন করা গেলে তেল ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে ওই কৃষক দাবি করেন।