নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগও গ্রামের বাসিন্দা আব্দাল মিয়া একজন কৃষক। বাহুবল কৃষি বিভাগের তত্বাবধানে এক বিঘা জমিতে ৯০ টি মাল্টা গাছ রোপণ করে গত বছর ৪০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন।
এ বছর ও প্রচুর পরিমাণে মাল্টার ফলন হয়েছে। এবারও লক্ষাধিক টাকার মাল্টা বিক্রি হবে বলে তিনি আশাবাদী। তিনি জানান কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল এর পরামর্শে মাল্টার চাষ করে আমি লাভবান। অন্য কোন ফসলের চাষ করে স্বল্প ব্যয়ে এত লাভবান হতে পারতাম না।
মাল্টা চাষ করে আমার পরিবারে সুখের হাসি ফুটেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল জানান এ কৃষকের মাল্টা বাগান বাহুবলের প্রথম বাগান।
সিলেট অঞ্চলে শর্স্যের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ওই কৃষককে দিয়ে পরীক্ষামুলক ভাবে মাল্টার চাষ শুরু করি। তার সাফল্য দেখে অন্যান্য কৃষকরা অনুপ্রাণিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।