একটু নিজের জন্য চিন্তা করি।
জীবন ত মোটামোটি কাটিয়ে দিলাম দেশের, দশের, এলাকার লোকজন এর জন্য চিন্তা করে করে। নিজের উন্নয়ন এর জন্য কতটুকু চিন্তা করলাম?
কারণ মরার পর কবরে ত জিজ্ঞেস করা হবে কার কার জন্য চিন্তা করে এসেছ আর কার বউ পর্দা করত আর করত না, কে কিভাবে চলত এসব বিষয়ে জিজ্ঞেস করা হবে?
কি বলেন!
উত্তর নিশ্চয়ই দিবেন না।
দেশ, দশ, স্ত্রী, পুত্র কন্যা পরিবার পরিজন সবাই আগের মতই পরে থাকবে এখন যেমন আছে। শুধু আপনি চলে যাবেন।
আপনি মরার পর কেউ আপনার জন্য বসে থাকবে না এমনকি একবেলা না খেয়েও থাকবে না।
তাই একটু নিজের জন্য চিন্তা করি ।
আমরা বেশিরভাগ মানুষ জন কেন এ পৃথিবীতে আসলাম আর কেনই বা মরে যাব এ নিয়ে আমরা সামান্য ই চিন্তা করি অথবা আদৌ চিন্তা করি না।
ঠিক গরু ছাগল যেমন ক্ষুধা লাগলে খায়, পায়খানা ছাপলে পায়খানা করে ঠিক তেমনি আমরাও সেরকম চলি।
কিন্তু আমরা কি আসলেই সেরকম।
গরু ছাগল ত একসময় শেষ হয়ে যাবে আমরা কি শেষ হব না জবাবদিহি করতে হবে।
আর এর বিপরীত এ আমরা যা ও চিন্তা করি তা কিভাবে অন্যের মন্দ করা যায় সে নিয়ে ব্যস্ত থাকি।
তাই নয় কি?
কিন্তু এটা কি আমাদের জীবন!
না ভাই তা নয়।
আপনি আমার জবাবদিহি করতে হবে। একটু চিন্তা করি এবং করুন আমরা আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়িব। আর কেনই বা আমরা এলাম আর কেনই বা চলে যাব।
এতে আপনার, আমার লাভ ব্যতীত ক্ষতি হবে না এটা নিশ্চিত ইনশাআল্লাহ।অন্যের ভালো করা আমি মন্দ বলছি না তা বরং লাভই।
কিন্তু নিজের পুঁজিত ঠিক রাখতে হবে।
তাই আমরা কেন এলাম আর কেন যাব এই ব্যাপারে একটু চিন্তা করি না বুঝলে একটু পরামর্শ ও সহযোগিতা নেই যিনি এ বিষয়ে জ্ঞান রাখেন।
লেখক,
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট, হবিগঞ্জ ।