নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংকটে সরকারের পাশাপাশি সহায়তার হাত প্রসারিত করেছে রাজনৈতিক দল বিএনপি।
এর ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে লন্ডন যুবদলের সভাপতি মোঃ রহিম উদ্দিন এর সৌজন্যে বাহুবল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণের জন্য আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশের হাতে পি পি ই হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জিতু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সামসুল আলম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এভঃ মিজানুর রহমান চৌধুরী।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০২ জুলাই ২০২০/এস এইচ