নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহ নওয়াজ মিলাদের পক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণুনাশক টানেল উদ্বোধন করেছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে জীবাণুনাশক টানেলটি উদ্বোধন করা হয়।
জানা গেছে, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মো. কমর উদ্দিন জুলহাসের উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে করোনাভাইরাস সতর্কতায় জীবাণুনাশক টানেল প্রদান করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ওবাদুল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক লোকমান আহমদ খান, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, কাউন্সিলর জায়েদ চৌধুরী প্রমুখ।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০২ জুলাই ২০২০/এস এইচ