বাহুবল থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের বাহুবল বাজার সংলগ্ন করাঙ্গী নদীর ব্রিজটি ঝুকিপূর্ণ ঘোষণা করেছে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শত বছর আগে নির্মিত এ ব্রিজটি যানবাহন ও জন চলাচলের অনুউপযোগী হয়ে পড়ায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রিজটি ঝুকিপূর্ণ ঘোষণা করে উভয় পাশে সাইনবোর্ড টানিয়ে দেয়।
৩০ জুন উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্রিজের দক্ষিণ পাশে জনচলাচলের জন্য এপ্রোচ মেরামত করে দেয়া হয়েছে ।
উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া জানান ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে।