বাহুবল প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় মিরপুর বাজারের একজন ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডাদেশটি প্রদান করেন স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অন্যদিকে মিরপুর বাজার ও বসিনাতে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং রাতেও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় ৩ জন ব্যবসায়ীকে মোট ৩৫০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডাদেশগুলো প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।