প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড় জলোজ্বাস, খড়া, বনে আগুন লাগা, বর্জপাতে সহ আরও অনেক রোগশোক এ মৃত্যু বা ক্ষতির ঘটনা আমাদের প্রায় সওয়া হয় এ গেছে বলতে গেলে বলতে হয়। কারণ এসব ঘটনা আর আমাদের মধ্যে কোন প্রবাহ বহে আনে না।
ভাটির দেশ, গরীব দেশ, জনসংখ্যা বেশি বলে চালিয়ে দিচ্ছি আর যে যার মত চলছি। সে যেই হই না কেন।
এমতাবস্হায় সারা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে এক মহামারী রোগ যার নাম করোনা। ইদানিং আর এক উপদ্রব এর কথা জানা যাচ্ছে একধরনের ফড়িং এর আক্রমণ এ ফসল হানি ঘটাচ্ছে যা দূর্ভিক্ষ আগমনের আভাস।
তবে যাই হোক সব আপদ বিপদ আসে কোন না কোন সতর্ক বার্তা নিয়ে।
সে আমরা যে ধর্ম এর বিশ্বাসী হই না কেন।
ঠিক তেমনি করোনাও সম্ভবত কোন একটা সতর্ক বার্তা নিয়ে এসেছে যাহা হয়ত আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরছে না অথবা ইচ্ছা করে বুঝছি না।
যদি আমরা একটু বাস্তবতার দিকে তাকাই তবে দেখতে পাই যে করোনা হলে কেউ কাছে আসে না। এমনকি ছেলে মা কে বনে ফেলে দেওয়ার মত ঘটনা ঘটছে।
তথাপিও এক্ষেত্রে সরকারের ভূমিকা প্রশংসনীহ।
তবে কতিপয় লোক জন নৈতিক প্রতিবন্ধীর মত কাজ করে যাচ্ছে তা কার জন্য।
আজকে বা আগামী কাল খোদা না করুক এই রোগ এ ওফাৎ হলে কেউ কাছে আসবে না। শুধুমাত্র রাষ্ট্র ছাড়া।
তাই ধন সম্পদ অন্যায় ভাবে লুটে বা বিপদে ফেলে নিয়ে কি লাভ।
আমরা তংওবা করি আর অন্যায় অনৈতিক কাজ থেকে বিরত থাকি।
আমরা প্রার্থনা করি মহান প্রভু যেন আমাদের ক্ষমা করেন আর এ মহামারী থেকে মুক্তি দেন। আর এও আশা শ্রীঘ্রই যেন করোনার ঔষধ আবিষ্কার হয়।
আমরা যেন একটু মৃত্যু ভয় করি আর হিসাব দিনের বিষয়ে একটু চিন্তা করি।
লেখক
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট হবিগঞ্জ,
সদস্য, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।