চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সোমবার (২৯ জুন) বিকেলে ব্যারিস্টার সুমনের পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ, সম্রাটসহ একদল যুবক জীবাণুনাশক টানেলটি স্থাপন করেন।
এতে উপস্থিত ছিলেন- মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলীসহ অনেক মুসল্লী। এ সময় উপস্থিত সবাই ব্যারিস্টার সুমনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই করোনা দুর্যোগ মোকাবেলায় নিজ জন্মস্থান চুনারুঘাট উপজেলায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। মানুষের পাশে দাঁড়াতে অসহায়-দরিদ্র ও মধ্যবিত্তদের খাদ্য সহায়তা, রোগী পরিবহনের জন্য নিজ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিজের ব্যবহৃত গাড়ী দেওয়া, চিকিৎসকদের জন্য নিজের বাসা ছেড়ে দেওয়াসহ বিভিন্ন সহযোগীতা করে যাচ্ছেন। সবশেষে মসজিদের সামনে টানেল স্থাপন করে অন্যরকম নজির স্থাপন করলেন ব্যারিস্টার সুমন।
তিনি মনে করেন, বৈশ্বিক মহামারির এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানরা জনস্বার্থে এমন কার্যক্রমে (সামাজিক) এগিয়ে আসলে দেশের সর্বসাধারণের অনেক সমস্যার সমাধান হবে।