নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা রাস্তার বেহাল দশায় ভুগছে সাধারণ মানুষ। দিন দিন বাড়ছে নানা সমস্যা।
আজমিরীগঞ্জ সবজি বাজারের এই রাস্তা প্রায় কয়েক মাস ধরে ভাঙন দেখা দেয়। যার কারনে সাধারণ বৃষ্টি পানিতে রাস্তা ডুবে যায়।চলচলে ভুগছেন সাধারন মানুষ। রাস্তার এই পরিবেশে নিয়ন্ত্রণ হারাচ্ছে যানবাহন।
শনিবার(২৭জুন) দুপুরে সবজি বাজারে রাস্তার গর্তে উল্টে যায় একটি টমটম গাড়ি।প্রায়ই ঘটছে এধরনের নানা দূর্ঘটনা। সবজি বাজারের রাস্তাটির মেরামতের জন্য দাবি জানাচ্ছে সাধারন মানুষ।
ব্যবসায়ী ও সাধারণ মানুষ দাবি জানান, রাস্তার বিষয়টি পৌরসভার মেয়র নজরে নিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু করবেন।খুব তারাতাড়ি রাস্তা মেরামত না করলে মরন ফাঁদে পরিণত হবে। একটাই দাবি দ্রুত মেরামত করা হউক রাস্তাটি।