স্টাফ রিপোর্টার ॥ শাহজিবাজারে জহুর মিয়া নামের এক বৃদ্ধ’র মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে। অপরদিকে হাইওয়ে থানা পুলিশ বলছে এটি হত্যা নয়, মোটর সাইকেল দুর্ঘটনায় জহুর মিয়া আহত হয়ে মারা গেছেন। আবার পুলিশের সুরতহাল রিপোর্টে নিহতের শরীরের ৬ স্থানে জখমের কথা উল্লেখ রয়েছে।
নিহত জহুর মিয়ার ভাই শুকুর মিয়া জানান, বাঘাসুরা ইউনিয়নের খাহুড়া গ্রামের মৃত কালো মিয়ার পুত্র জহুর আলী (৬০) শাহজিবাজার এলাকায় ৩০০ মেগাওয়াট পাওয়ার কোম্পানীতে শ্রমিকের কাজ করতেন। গতকাল ভোরে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন মারধোর করে শাহজিবাজার এলাকায় রাস্তার মধ্যে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তিনি জানান, শাহজিবাজার এলাকায় স্কয়ার কোম্পানীর জমি দখল নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে সাধারণ লোকজনকে হয়রানী করতে তারা দুটি মামলাও দায়ের করেন। এই ঘটনার সূত্র ধরে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন সদর থানার এসআই খন্দকার আল মামুন। রিপোর্টে তিনি জহুর উদ্দিনের শরীরে ৬ স্থানে জখমের কথা উল্লেখ করেন। অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে বলে তিনি রিপোর্টে উল্লেখ করেন।
হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম জানান, সকালে শাহজিবাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় জহুর মিয়া নামে এক বৃদ্ধ আহত হয়। আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করেছে। তবে কে মোটর সাইকেলের মালিক সেটা খতিয়ে দেখা হচ্ছে।