নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:হবিগঞ্জের রতনপুর জামে মসজিদ ভাংচুর ও লুটপাটের মামলায় এজাহারভুক্ত ৩ দুর্বৃত্তকে শহর থেকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল রতনপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আজিজুর রহমান (৩০), ও তার ভাই হাবিবুর রহমান হবিব (৪০) এবং ছোট জয়রামপুর গ্রামের মৃত ইমান আলীর পুত্র সফিক মিয়া (৩৫)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সার্কিট হাউজ রোড থেকে তাদেরকে আটক করেন।
পুলিশ জানায়, সম্প্রতি উল্লেখিতরাসহ ৪০/৫০ জন দাঙ্গাবাজ রতনপুর জামে মসজিদ ভাংচুর ও লুটপাট করে। এছাড়া মসজিদের পক্ষের লোকদের বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও গরু বাছুর লুট করে নিয়ে যায়। এব্যাপারে দাঙ্গাবাজদের বিরুদ্ধে ওই এলাকার ব্যবসায়ী আব্দুল মালেক বাদি হয়ে মামলা করেন। এতদিন তারা আত্মগোপনে ছিল।