আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে বহুনামীয় ও গ্রেফতারকৃত বিভিন্ন ডাকাতদের স্বীকারোক্তিতে বেড়িয়ে আসা চিহিৃত ডাকাত আমির হোসেন ওরফে সালাহ উদ্দিন (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এসআই আজিজুর রহমান নাঈম, এস আই দেলোয়ার হোসেন, মুজাম্মেল হক রেজভী, বাছির আলমের নেতৃত্বে তাকে উপজেলার মধুপুর চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পেশাদার ডাকাত সালাহ উদ্দিনের বিরুদ্ধে মধুপুর চা বাগান সহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে উপজেলার আরিছপুর প্রকাশিত আব্দাফৌজা গ্রামের মৃত আঃ করিমের পুত্র।
বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।