আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সমাজ সেবা কাযার্লয়ে রোগি কল্যান সমিতির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোবিট-১৯ করোনা টেষ্টিং বুথ উদ্ভোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ ডা. সুদর্শন সেন ও উপজেলা সমাজ সেবা কর্মকতার্ নাজমুর হাসান ফিতা কেঠে উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস, ডা. ফারহান লিয়াকত অনিক, ডা. নাজমুল হোসেন, ডা. কামরুপ ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন, করোনার নমুনা সংগ্রহকারী লিটন মিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতার্ ও কর্মচারী।