নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার নিগমআনন্দ আশ্রমের বিপরীতে বাইপাস সড়কে ব্যাটারিচালিত অটো (মিশুক) উল্টে চালক জসিম উদ্দিন (২৬) গুরুতর আহত হয়েছেন। আহত জসিম ৩ নং জলসুখা ইউনিয়নের চৌধুরী হাটীর আব্দুল হাই মিয়ার ছেলে।
জসিম আজমিরীগঞ্জ নীচ বাজার থেকে মিশুকে কিছু মালামাল নিয়ে জলসুখা যাওয়ার পথে নির্ধারিত স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন পুকুরে পড়ে যায়। এসময় মিশুকের নীচে জাসিমের পা আটকে আহত হন জসিম।
স্থানীয়রা দেখতে পেয়ে পুকুরের পানির নীচ থেকে মিশুকের নীচে চাপা পড়া অবস্থায় জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হসপাতালের মেডিক্যাল এসিস্ট্যান জানান, পায়ে আঘাত পেয়েছেন জসিম, আপাতত চিকিৎসা দেয়া হয়েছে এক্সরে রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।