সিলেট : প্রেমের টানে আসাম থেকে পালিয়ে সিলেটের কানাইঘাটে এসেছিলেন ভারতীয় মেয়ে পারভীন সুলতানা চৌধুরী (২২)। কিন্তু কানাইঘাটের যুবক আবদুল হালিমের (২৫) সঙ্গে তার ঘর বাঁধা হলো না। এর আগেই এই প্রেমিকযুগলকে আটক করে কানাইঘাট থানা-পুলিশ। থানায় মামলা হয়েছে অনুপ্রবেশের কারণে।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পারভীন আসাম রাজ্যের কাছাড় জেলার কাটিগড়া থানার সরশপুর গ্রামের নামর আলীর মেয়ে।
পুলিশ জানায়, কানাইঘাট উপজেলার দীঘিরপার ইউনিয়নের মানিকপুর গ্রামের সমছুদ্দিনের পুত্র আবদুল হালিম ভারতের মেঘালয় রাজ্যের ‘ক্যারেলিয়া’য় কয়লাখনিতে শ্রমিকের কাজ করতেন। কয়লাখনির কাজে থাকা পারভীনের এক চাচাতো ভাইয়ের সঙ্গে হালিমের ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে পারভীনদের বাড়িতে হালিমের যাতায়াত ছিল। প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল।
কিন্তু তাদের এ সম্পর্ক পারভীনের পরিবার মেনে নেয়নি। যে কারণে ভারত থেকে পালিয়ে আসার পরিকল্পনা করেন তারা। সপ্তাহ খানেক আগে হালিমের হাত ধরে পালিয়ে বাংলাদেশে আসেন পারভীন।
পারভীনের পরিবার টের পেয়ে বাংলাদেশে থাকা তাদের স্বজনদের অবহিত করেন। স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন, হালিমের সঙ্গে মানিকপুর গ্রামেই আছে পারভীন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরীর সহায়তায় প্রেমিকযুগলকে পুলিশে সোপর্দ করা হয়।
তাদের আটকের পর কানাইঘাট থানার এসআই রবিউল ইসলাম অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।