নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে চালককে চেতনানাশক স্প্রে’র মাধ্যমে অজ্ঞান করে মিশুক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সংজ্ঞাহীন মিশুক চালক দোয়াখানী গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সজিব (১৮) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৯ জুন সকাল ১১ টার দিকে বানিয়াচং শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাসী জানান, দুর্বৃত্তরা অজ্ঞান সজিব কে কুলে করে নিয়ে শহীদ মিনারের সামনে মের্সাস শেখ মেডিকেল হলে রেখে পালিয়ে যায়।তাৎক্ষণিক শেখ মেডিকেলের এক কর্মচারী অজ্ঞান সজিবকে হাসপাতাল পাঠিয়ে দেন।